কাজী নাঈম উদ্দিন, নিজস্ব প্রতিবেদনঃ
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব নির্বাচিত হয়,ডাঃ হাছান আহমেদ মেহেদী।২৫ শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা o৭.৩০, সংগঠনের প্রধান কার্যালয়ে মহাসচিব পদে নির্বাচন অনুঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্ঠআ ডাঃ নুরুল ইসলাম, সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। আরো উপুস্থিত ছিলেন পরিচালক,কলিম উল্ল্যাহ,দেওয়ান ওমর ফারুক, অধ্যক্ষ একরাম উল্ল্যাহ, ডাঃ হাছান আহমেদ মেহেদী,হাফিজর রহমান,মোঃ আতিকুর রহমান,মিজানুর রহমান, গিয়াস উদ্দিন, নুরুল আমিন, মোঃ সোলাইমান হোসেন, তাজরুল ইসলাম স্বপন।
সংবাদ সংগ্রহে ছিলেন দৈনিক চৌকোস পত্রিকার সাংবাদিক ডাঃ আল -হাসান মোবারক।