নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের আরিফ কোম্পানী’র উদ্যোগে এলাকায় জুড়ে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
বুধবার (১৯ এপ্রিল) প্রায় ১ হাজার ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। অসহায় পরিবারকে বিনামূল্যে লুঙ্গি, শাড়ী, থ্রি পিছ, চাউল, মশারি ডাল, মুরগী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের আরিফ কোম্পানী।
এবিষয়ে আরিফ কোম্পানী জানান, সার্বিক সহযোগিতায় দেশের হতদরিদ্র মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। সেইসাথে এবার ঈদের উপহার দিয়েছি। আমরা সবাই বলি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। একা একা তো কখনো আনন্দ উপভোগ করা যায় না, সবাইকে নিয়ে একসাথে আনন্দ উপভোগ করলেই তখন খুশি হওয়া যায়। আমরা সেই ঈদের খুশিটাই সাধ্য মতো মানুষের সাথে ভাগাভাগি করেছি।