ওসি মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে বিশেষ অভিযানে ৭আসামী গ্রেফতার

জাতীয়

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার, জনাব মো: মাহফুজ্জামান আশরাফের দিক-নির্দেশনায়
বিশেষ অভিযানে নিয়মিত  ও পূর্বের নিয়মিত মামলাসহ পরোয়ানা মূলে আসামী গ্রেফতার-০৭ জন।

আজ ০৩/০৬/২০২৩ইং তারিখ কমলনগর থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ সোলাইমানের  নেতৃত্বে পুলিশ পরিদর্শক( তদন্ত) জনাব আঃ জলিল
এসআই/সিরাজুল ইসলাম,  এসআই/কমল মালাকার, এসআই/মোহাম্মদ ইসমাইল, এএসআই/দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত  ও পূর্বের নিয়মিত মামলাসহ পরোয়ানা মূলে ৭ জন আসামী গ্রেফতার করেছেন কমলনগর পুলিশ।

গ্রেফতার কৃত আসামীরা হলেন,
১। জিল্লাল ব্যাপারী(৫৫), পিতা-মৃত আবদুর রব , সাং- চর পাগলা (৯নং ওয়ার্ড, ৯নং তোরাবগঞ্জ ইউপি)।

২। বেল্লাল হোসেন(৩৮), পিতা-নুরুল আমিন পাটওয়ারী , সাং- (চর সামছুদ্দিন, ১নং ওয়ার্ড, ১নং চর কালকিনি ইউপি।

৩। মোঃ সফি উল্যাহ(৫০), পিতা-মৃত আবদুল মতলব।

৪। মোঃ কামাল হোসেন(৩৫), পিতা-মৃত আবদুল মতলব , উভয়সাং- চর জাঙ্গালিয়া (৬নং ওয়ার্ড)

৫। মোঃ বেলাল(৪৭), পিতা-আবদুস ছাত্তার।

৬।মোঃ ইসমাইল(৫০), পিতা-আবদুস ছাত্তার, উভয়সাং- (চর বসু, ৮নং ওয়ার্ড)।

৭।হেলাল উদ্দিন(২৫), পিতা-আব্দুল মালেক মাঝি, সাং-দক্ষিন চর মার্টিন, থানা- কমলনগর, জেলা- লক্ষ্মীপুর।
আসামীদেরকে, গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *