কমলনগর বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ অন্যান্য আইনে আসামী গ্রেফতার-০৪ জন।

সারাবাংলা

কাজী নাঈম, ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম দিক-নির্দেশনায় অদ্য ০৫/০৯/২০২৩ইং তারিখ কমলনগর থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে,
এসআই/সিরাজুল ইসলাম, এসআই/মোহাম্মদ ইসমাইল, এএসআই/আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানাভুক্ত আসামী সহ অন্যান্য আইনে গ্রেফতার কৃত আসামী ১। মোঃ কামাল , পিতা-মৃত ইউসুফ, সাং- চর কাদিরা, ২। মোঃ আবুল হাসেম , পিতা-মোঃ আলী হোসেন, সাং- চর জগবন্ধু, ৩। মেহেদী হাসান মেহেরাজ(২২), পিতা- রিয়াজ উদ্দিন, মাতা- বিবি হাজেরা, সাং- চর লরেন্স, ০৭নং ওয়ার্ড, (রাব্বি মাঝি বাড়ী), ০৩নং চর লরেন্স ইউপি, ৪। মোঃ রাসেল(২০), পিতা-মোঃ ফজর আলী, মাতা-সালমা আক্তার , সাং- চর পাগলা, (আতরেরজ্জামান গরু ব্যাপারী গো বাড়ী), ৩নং ওয়ার্ড, ৮নং চর কাদিরা ইউপি) , সর্বথানা-কমলনগর, জেলা- লক্ষ্মীপুরদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *