নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জমে উঠেছে নৌকা প্রার্থী বনাম গোলাপ ফুল প্রার্থীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী লড়াই। বরুড়া উপজেলার নতুন মুখ নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী এ.জেড.এম শফিউদ্দিন শামীম। অন্য দিকে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাঈফী।
গত রোববার (৩১ ডিসেম্বর) বিকালে নিজ বাসস্থানে মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাঈফী জনগণের উদ্দেশ্যে করে সাংবাদিকদেরকে বলেন।
মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাঈফী বলেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি নির্বাচনে জয় আমাদেরই হবে। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনের জন্যই সবাই গোলাপ ফুল প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকলে জাকের পার্টির জয় সুনিশ্চিত।
মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাঈফী আরও বলেন, এই বরুড়ার বাসিন্দারা আমাকে আরো আগ থেকে ছিনেন ও জানেন আমি কেমন? আমাকে জনগণ চায়। যদি সুষ্ঠ নির্বাচন হয় আমি জয় হবোই ইনশাআল্লাহ। তবে আমি কথা দিলাম, এই বরুড়া বাসিকে আমি উন্নয়ন করবো যদি আমি এমপি হতে পারি। গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে দেখে সেবা দিবো। কারণ আমি এলাকায় থাকবো। এলাকায় থেকে আমি জনগণের সেবা করবো। আমি কোনো গার্মেন্টস মালিক নয়। আমি একজন রাজনীতিবিদ জাকের পার্টির। আমি ছোট বেলা থেকে রাজনীতি করে এসেছি এখোনো করছি। আমার রাজনীতি আর্দশ রাজনীতি, জাকের পার্টির রাজনীতি আর্দশ রাজনীতি। তাই আমি বলছি জনগণের উদ্দেশ্যে। আমি যদি এমপি হতে পারি আপনাদের আর দুঃখ কষ্ট থাকবে না। কারণ মামলা হামলা এই বরুড়াতে অযথা থাকবে না। এই বরুড়া বাসি যাতে করে নিজের কথা আমাকে বলতে পারে সেজন্য প্রতিটি জনগণের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। তারা যে কোনো মূহুর্তে আমাকে পাশে পাবে। তারা আমাকে কল করবে তাদের পারিবারিক সমস্যা টুকু আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাঈফী আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের দিন আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রদান করবেন আমার গোলাপ প্রতীকে। আপনারা ১ দিন আমার জন্য কষ্ট করবেন, আমি আপনাদের জন্য ৩ শত ৬৪ দিন কষ্ট করবো। আমি জানি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে এই বরুড়া বাসির সেবা করার জন্য সুযোগ করে দিবেন। এটা আমার দৃঢ়বিশ্বাস।