গ্রামকে শহরে রুপান্তরিত করে মডেল উপজেলা করতে চান হুমায়ুন কবির পাটোয়ারী

রাজনীতি

কাজী নাঈম উদ্দিন ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হুমায়ুন কবির পাটোয়ারী মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে এবং উপজেলা বাসীর ব্যাপক উন্নয়নে এগিয়ে যাচ্ছেন।  তিনি সক্রিয় ভাবে ছাত্রলীগ এবং যুবলীগ করেছেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন এবং পরবর্তী ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন।

আসছে আগামী মে মাসের শুরুতে ৩য় ধাপে সদর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার প্রচারনা এগিয়ে আছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির পাটওয়ারী।

মো. হুমায়ুন কবির পাটওয়ারী ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এ ছাড়াও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে  বিভিন্ন নেতাকর্মীরা পোস্টারের মাধ্যমে সামাজিক যোগাযোয ও গমাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছার বিষয়টি প্রচার প্রচারণা করে যাচ্ছেন।

মো. হুমায়ুন কবির পাটওয়ারী দৈনিক নতুন ঢাকা’কে বলেন, আমি দীর্ঘদিন ছাত্র রাজনৈতিক থেকে আওয়ামী লীগের বিভিন্ন সময় বিভিন্ন পদ পদবীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি এবং জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ ১৩ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। সদর উপজেলা জনগণের কল্যাণে কিভাবে কাজ করতে হয় এবং জনগণের বরাদ্দ কীভাবে জনগণের হাতে পৌঁছাতে হয় সেটা আমার জানা আছে।

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে উপজেলাকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলায় রূপান্তরিত করার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গ্রামকে শহরে রুপান্তরিত করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একচল্লিশ বাস্তবায়ন করার উদ্দেশ্যে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।

বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে স্বল্প সময়ে, সতর্কতার সাথে, গরিব- দুঃখীদের হক ঠিকমত পৌঁছে দেওয়া এবং উপজেলা বাসীর শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন করা, সেই সাথে বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে তিনি জিরো টলারেন্সের ভূমিকা রাখছেন।

তিনি উপজেলা বাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবো। এবং আমিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *