ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ

বাংলাদেশ

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ

ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা পুলিশের পাশাপাশি বিশেষায়িত ইউনিটসমূহের মধ্যে এপিবিএন, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশসহ পুলিশের সকল ইউনিট নিয়োজিত রয়েছে।

এদিকে ১4 মে ২০২৩ খ্রি. তারিখ ঘূর্ণিঝড় মোখার বর্তমান পরিস্থিতি দেখতে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন উপকূলীয় অঞ্চল ও মজুচৌধুরীর হাট লঞ্চঘাট পরিদর্শন এবং সাধারণ মানুষের খোঁজ-খবর নেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ এ বি সিদ্দিক, ডিআইও-০১ জনাব এ কে এম আজিজুর রহমান মিয়া, অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা) জনাব মোঃ শাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) জনাব মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার ২০ নং চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ সৈয়াল।

আবু ইউসুফ সৈয়াল বলেন ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপকূলীয় এলাকার জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে/নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে প্রয়োজনীয় সহায়তা এমনকি আইনশৃঙ্খলা রক্ষায় দুর্যোগপ্রবণ এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

আরো উপস্থিত ছিলেন মজু চৌধুরীর হাট বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শরীফ মোল্লা।

এছাড়া ২০ চর রমনী মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ১ম যুগ্ম আহবায়ক মো: হুমায়ুন কবির বলেন উপকূলীয় এলাকার জনসাধারণের ৫০০ লোকের খাবরের ব্যবস্থা রয়েছে, জনগনের বিপদে আপদে সবসময় পাশে আছি এবং থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *