নিজস্ব প্রতিবেদন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ এর কর্মসূচির আওতায় উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়।
বুধবার (১২ এপ্রিল) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯ চর গাজী ইউনিয়ন পরিষদে ৯ হাজার জন উপকার ভোগীর প্রত্যেকে ১০ কেজি করে চাউল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. শান্তুনু চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাওহীদুল ইলাম সুমন। চাউল বিতরণ শেষে চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাওহীদুল ইসলাম সুমন বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি পর্যায়ে উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার, চর গাজী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর আওতায় উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়।