একসঙ্গে চলার কারণে অচেনা মানুষ হয়ে উঠতে পারে আপনার ঘনিষ্ঠতম বন্ধু। আবার সেই বন্ধুত্বের সম্পর্ক কখনো মোড় নিতে পারে প্রেমে। এ কারণে সম্পর্কটি শুধুই বন্ধুত্ব নাকি প্রেম, তা নিয়ে অনেক সময় মনের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়। তবে কিছু লক্ষণ পর্যবেক্ষণ করলে সহজেই বুঝতে পারবেন, যার সঙ্গে চলছেন তিনি বন্ধু নাকি প্রেমিক।
১. আপনার প্রতি বেশি মনোযোগী
তিনি যদি নিজে থেকে কথা বলতে আগ্রহী হন, আপনার যেকোনো প্রয়োজন পূরণে সব সময় ইচ্ছুক থাকেন অথবা আপনার কোনো প্রকার জোর দাবি ছাড়াই পর্যাপ্ত সময় দেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন।
২. নিয়মিত যোগাযোগ রাখা
তিনি কি নিয়মিত ফোন করেন? অথবা আপনি ফোন করলে কি দ্রুত প্রতিক্রিয়া পান? যদি উত্তর হয়—হ্যাঁ, তাহলে আপনার প্রতি তার বন্ধুত্বের থেকেও বেশি অনুভূতি রয়েছে।
৩. সম্পর্ক নিয়ে সচেতন থাকা
খেয়াল করে দেখুন তিনি শুধু আপনার সঙ্গে ঘুরতে কিংবা সময় কাটাতে পছন্দ করেন নাকি ভবিষ্যৎ নিয়েও সচেতন। ভবিষ্যৎ পরিকল্পনা না থাকলে বুঝতে হবে তিনি শুধু আপনার বন্ধু।
৪. অন্যদিকে তাকানো পরিহার করা
যখন দেখবেন আশপাশে সুন্দর কোনো মেয়ে থাকার পরও তিনি অন্যত্র তাকাচ্ছেন না, তখন বুঝবেন তিনি শুধু আপনার প্রতিই আগ্রহী।