জনগনের সেবায় কাজ করে যাচ্চেন, ইউপি মেম্বার মোসলেহ উদ্দিন 

সারাবাংলা

হাবীব আহমদ চৌধুরী, লক্ষ্মীপুর

লক্ষীপুর সদর উপজেলার ১৩ নং দিঘুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ মোসলেহ উদ্দিন একজন জনদরদী সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি একজন সফল গরু ব্যবসায়ী। চার সন্তানের জনক মোসলেহ উদ্দিন ২০২২ সালের ইউপি নির্বাচনে দু’বারের নির্বাচিত নাসির উদ্দীন কে পরাজিত করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। মোসলেহ উদ্দিন গত আড়াই বছরে সাধারণ ইউপি সদস্য হয়েও তার ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে সুনাম কুড়িয়েছেন, জায়গা করে নিলেন নির্বাচিত এলাকার জনগণের মনে। মানবিক মেম্বার হিসেবে খ্যাতি অর্জন করেছেন এলাকায় এবং এলাকার বাইরে। 

তার উন্নয়ন মূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে  সম্পুর্ন নিজ খরচে সানকিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শহীদ মিনার নির্মাণ এবং বিদ্যালয়ের দক্ষিণ পাশে জনগনের চলাচলের সুবিধার জন্য মাটি ভরাট করেন।

বিশিষ্ট সমাজসেবক নুরনবী সাহেবের বাড়ির সামনের রাস্তা সিসি ঢালাইদিয়ে পাকা করে দেওয়া, জাফর পুর – তালতলা রোড সলিং করা, আতিক হাজ্বীর বাড়ির রাস্তা হতে নুর নবী সাহেবের পুরাতন বাড়ির রাস্তা পর্যন্ত ৬০০ ফুট রাস্তা সম্পুর্ন নিজ খরচে মাটি ভরাট করে দেওয়া। 

কৃষকদের ফসলের জলাবদ্ধতা দূর করতে তিনি বোয়াইল্লার ডগি হতে ইউসুফের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার খাল খনন করেছেন। যার ফলে এলাকায় হাজার হাজার একর ফসলি জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। এ ছাড়া তিনি  কয়েকটি কালভার্ট নির্মাণ করেছেন ও মসজিদ মাদ্রাসার উন্নয়নে দিয়েছেন প্রয়োজনীয় দান অনুদান ।

মেম্বার মোসলেহ উদ্দিন বলেন, টিসিবি পণ্যের কার্ড সীমিত হওয়ায় কখনও কখনও নিজ টাকায় সমপরিমাণ পণ্য কিনে এলাকার অসহায়দের মাঝে বিতরণ করেন। তিনি আরো জানান, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে তার নির্বাচিত এলাকায় শীতার্তদের মাঝে ১ লক্ষ ৪০ হাজার টাকার শীত বস্ত্র বিতরণ করেছেন। এছাড়াও ঈদুল ফিতরে গরীব অসহায়দের মাঝে  অনেক টাকার সেমাই চিনি ও ঈদসামগ্রী বিতরণ করেছেন। তিনি বলেন জনগণের উন্নয়নের জন্য তার এ চেষ্টা এবং সহযোগিতা সারাজীবন অব্যাহত থাকবে। আগামীতে আবারও নির্বাচিত হলে তিনি তার উন্নয়নের এ-ই ধারা অব্যাহত রাখবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *