জাকের পার্টির কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতী সংসদ নির্বাচন-২০২৪ইং উপলক্ষে চাঁদপুর-১ (কচুয়া উপজেলা) আসনের প্রার্থী বাছাইয়ে জাকের পার্টি। নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠান।

নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, জাকের পার্টি চাঁদপুর উত্তর জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।

চাঁদপুরের কচুয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির কাউন্সিল অধিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন চাঁদপুর-১ কচুয়া উপজেলা। সিরাজ কন্ট্রাক্টরের বাড়ী নাওলা রহিমানাগর কচুয়া উপজেলা অনুষ্ঠানটি হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন, জাকের পার্টি মহাসচিব শামীম হায়দার, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি সদস্য শেখ নজরুল ইসলাম লিটন, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি সদস্য আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী, জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জাকের পার্টি সিনিয়র ও যুব হিন্দু ভক্ত ফ্রন্ট বিপ্লব বণিক, জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুল রশিদ হাওলাদার, জাকের পার্টি কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির, জাকের পার্টি তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওঃ কাউসার আহমেদ চাঁদপুরী প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার বলেন, মুখে গনতন্ত্রের কথা বললেও দেশের বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপি গনতন্ত্রকে হত্যা করেছে। তারা মুখে বলে জনগন সকল ক্ষমতার উৎস, কিন্ত বাস্তবে ক্ষমতা দখলে তারা ছুটছেন আমেরিকা, ইন্ডিয়া বিদেশীদের কাছে। প্রকৃত দেশ গঠনের উদ্দেশ্য নিয়ে ৩৪ বছর যাবৎ জাকের পার্টি মাঠে কাজ করে যাচ্ছে।

তাই আসুন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টিকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।

এসময় চাঁদপুর-১ ( কচুয়া উপজেলা) সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসেবে মো. মাসউদুল আহসান এর নাম ঘোষনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *