কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ
জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় কবিতা আবৃত্তি বালক ইভেন্টে ২য় স্থান অর্জন করে লক্ষ্মীপুরের নাম উজ্জ্বল করেছে মুহতাসিম মাহমুদ নাযীফ। সে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। তার বাবা এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ ঢাকা জজকোর্টের আইনজীবী ও মা মাগফেরাহ আক্তার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
১২ মার্চ ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এবং সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
লক্ষ্মীপুর থেকে একমাত্র পুরস্কার ও পদক প্রাপ্ত নাযীফকে তার চমৎকার সাফল্যের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষাকর্মকর্তাগন, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীগন অভিনন্দন জানিয়ে তার উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
আগামীতে লক্ষ্মীপুরের সন্তানরা জাতীয় পর্যায়ে আরো ভালো ফলাফল করার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তত্ত্বাবধানসহ গুচ্ছ পরিকল্পনা আরো বাড়াবেন বলে অভিভাবকদের প্রত্যাশা।
প্রসঙ্গত: প্রাথমিক শিক্ষায় অবদান ও কৃতিত্বের জন্য প্রতিবছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই পদক প্রদান করা হয়।
অপর দিকে অভিনন্দন জানিয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক কাজী নাঈম উদ্দিন