কাজী নাঈম, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
আজ রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
একশত’ পনেরোটি ভোট কেন্দ্রে আটশো’ সাতাইশটি ভোটকক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।
লক্ষ্মীপুর-৩ আসনের এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ নয় হাজার ছিয়ানব্বই জন ও নারী ভোটার এক লাখ চুরানব্বই হাজার ছয়শত’ আটচল্লিশ জন।
লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির শামসুল করিম খোকন (গোলাপ ফুল) ও এনপিপির সেলিম মাহমুদ (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোরেই প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। পুলিশের পাশাপাশি র০্যাব-বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন। এ ছাড়া ষোলো জন ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় দায়িত্বে আছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে। ভোটাররাও নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করছি।