ঢাকায় ‘উই ফর ইউ’র উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে ফ্রীতে সুপেয় ঠাণ্ডা পানি বিতরণ

জীবনযাপন

কাজী নাঈম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

তীব্র তাপপ্রবাহে হাঁসফাস অবস্থা। বৃষ্টির জন্য চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছেন আকাশের দিকে। বৃষ্টির জন্য মানুষকে নিয়ে নামাজ আদায় করছেন দেশের বিভিন্ন অঞ্চলের ইমাম-খতিবরা।

১মে ২০২৪ইং রোজ বুধবার সকাল ১১টা থেকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কমলাপুর রেল স্টেশন, মতিঝিল, ফকিরাপুল, বায়তুল মোকাররম মসজিদ, পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এরিয়াতে We For You – Dhaka Unit ও Mojnu Ahamed Social Welfare Organisation উদ্যোগে তাপদাহে পরিশ্রান্ত ক্লান্ত ০৩(তিন) হাজার +পথচারী, শ্রমজীবী ও সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের জন্য সম্পূর্ণ ফ্রীতে সুপেয় ঠাণ্ডা পানি (শরবত) খাওয়ানোর আয়োজন করা হয়। যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মো: সালাউদ্দিন বলেন, তীব্র তাপমাত্রার মাঝেই স্বাভাবিক নিয়ম মেনেই জীবনযাত্রার সব ব্যস্ততা ঠিক রাখতে হচ্ছে। পেশা ঠিক রাখতে হচ্ছে সবাইকে। কেউ অফিস করছেন, কেউ মাঠে ফসলের কাজ করছেন, কেউবা তীব্র তাপপ্রবাহের মাঝেই জীবিকার তাগিদে রিক্সা নিয়ে বের হচ্ছেন পিচঢালা রাস্তায়। বৈরি আবহাওয়াতেও থেমে নেই কারো জীবনযাত্রা।  কাজকর্মের জন্য ঘরের বাইরে বেরুনো মানুষদের পিপাসার চাহিদা বেশি থাকে অন্যদের তুলনায়। তীব্র তাপপ্রবাহের মাঝে তাদের পানি পান করারনো বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল সা. এই কাজকে সর্বোত্তম সদকা বলেছেন।

হজরত সাদ ইবনে উবাদা রা. বলেন, (এক দিন) আমি (নবীজিকে) বললাম, ইয়া রাসুলুল্লাহ! কোন সদকা উত্তম? তিনি বলেন, পানি পান করানো। (নাসায়ি, হাদিস : ৩৬৬৫)। 

অন্য বর্ণনায় এসেছে, রাসুল (সা.) বলেন, ‘পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ সাদকা আর নেই।’ -(সহিহ আত-তারগিব ৯৬০)

পানি পানের ফজিলত সম্পর্কে আরেক হাদিসে হজরত সাদ বিন উবাদাহ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘হে আল্লাহর রাসুল! উম্মে সাদ মৃত্যুবরণ করেছেন। (তার পক্ষ থেকে) কোন সাদকা সর্বোত্তম হবে? তিনি বললেন, পানি পান করানো। বর্ণনাকারী বলেন, তিনি একটি কূপ খনন করে বললেন, এটা উম্মে সাদের (কল্যাণের) জন্য ওয়াকফ করা হলো।’ (সুনানে আবি দাউদ ১৬৮৩)।

রাসূল সা. আরও বলেন, ‘যে ব্যক্তি পানির কূপ খনন করল আর সে কূপ থেকে মানুষ বা কোনো পাখি পানি পান করল, এর বিনিময়ে আল্লাহ তাকে কিয়ামতের দিন সওয়াব প্রদান করবেন।’ (সহিহ ইবনু খুজায়মা ১২৯২)

রাসূল সা. বলেছেন, ‘আদম সন্তানের দেহে তিনশ ষাটটি হাড় বা গ্রন্থি রয়েছে। এগুলোর প্রতিটির জন্য প্রত্যেক দিন সদকা রয়েছে। প্রতিটি উত্তম কথাই সদকা। এক ভাইয়ের পক্ষ থেকে অন্য ভাইকে সাহায্য করা সাদকা। এক ঢোক পানি পান করানো সাদকা। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও সাদকা।’ (আল-আদাবুল মুফরাদ ৪২২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *