দেশ ও জাতির স্বার্থে আমরা সরকারকে টিকিয়ে রাখব, মোস্তফা আমীর ফয়সল

সারাবাংলা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

রোববার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির ইসলামী মহাসম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এ কথা বলেন। জাকের পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা শাহ্সুফি খাজা ফরিদপুরী (র.) ছাহেবের ওফাত দিবস স্মরণে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর পড়েছে বাংলাদেশের ওপড়। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। পাক-ভারত পারমাণবিক যুদ্ধ বাধাতে চায়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোসরদের তর সয় না। মীর জাফর, মীর সাদেক, ঘষেটি বেগমদের মতো এরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা সরকারকে হঠাতে চায়।যদি তারা সফল হতে থাকে, তাহলে জাকের পার্টি ঢাকাকে অবরুদ্ধ করবে।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারকে তারা উৎখাত করতে চায়। তারা ইয়াহিয়া, ভুট্টুর প্রেতাত্মা। তারা বাংলাদেশকে অকার্যকর করে পাকিস্তানের মতো দেউলিয়া করতে চায়। আমরা নজর রাখছি।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সরকারের উদ্দেশে বলেন, আমরা আপনাদের পাশে আছি। জাকের পার্টি গরিব, দুঃখী মেহনতি মানুষের পার্টি। আমাদের অর্থ থাকলে এমন সংখ্যক লোক আমরা ঢাকায় আনতে পারতাম যে, জায়গা দেওয়া যেত না।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে প্রয়োজনে ঢাকায় জনসমুদ্র তৈরি করা হবে। আমরা ক্ষমতালোভী নই। দেশ ও জাতি আমাদের কাছে বড়। ক্ষমতা আমাদের কাছে বড় নয়। তাই আমাদের ষড়যন্ত্রের প্রয়োজন নাই।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে টিকিয়ে রাখব। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাকিস্তানকে দিয়ে ভারত আক্রমণের উসকানি দিচ্ছে। তারা পারমাণবিক বোমার বিস্ফোরণ চায়। এরপর চীনকে ধ্বংস করতে চায়। তারা চায় এশিয়ানরা ধ্বংস হয়ে যাক।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, জাকের পার্টি জাতীয়তাবাদী চেতনা ও ইসলামি মূল্যবোধে বিশ্বাস করে। আমি শতভাগ মুসলমান। শতভাগ বাঙালি।

তিনি দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার উদার্ত আহ্বান জানান। সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. সায়েম আমীর ফয়সল বলেন, অর্থনৈতিক সুষম বন্টনের লক্ষ্যে বঙ্গবন্ধু যেমন প্রাদেশিক সরকারের কথা বলেছিলেন, তা অনুসরণ করে প্রাদেশিক সরকার পদ্ধতি ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।

মহাসম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *