কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক সালমা বেগমের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,
সালমা বেগম বলেন ,ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক আমাদের সারাটি জীবন। সকলের নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। ঈদের দিন সবাই পরিবারকে সময় দিন, সকল দুঃখ, কষ্ট হিংসা, ব্যথা, বেদনা ভুলে গিয়ে ঈদের দিনে আপনারা বা আপনি প্রিয়জনদেরকে নতুন কিছু উপহার দেন।
সালমা বেগম আরও বলেন, আমি সততার সাথে দায়িত্ব পালন করে থাকি, আমার চাকুরী শুরু থেকে আজকে পর্যন্ত কোন প্রকার সময় দিতে কার্পণ্য করিনি, চাকুরী জীবনে আসার পর থেকে অনেক সম্মাননা অর্জন করেছি।
তিনি সকল জাতীয় দিবসে ও দুইটি ঈদে দেশবাসী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দেশে-বিদেশে থেকেও প্রিয় ভাই বন্ধুসহ সবার সাথে যোগাযোগ রাখেন, শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে এসপি মাহফুজ্জামান আশরাফ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, আমার কারো সাথে কোনো প্রকার বিবাদ নেই, আমি সততার সাথে দায়িত্ব পালন করে থাকি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা, আমি যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি এর জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হেফাজত করেন, আমিন। সাবইকে পবিত্র ঈদুল ফেতরের ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”