কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্ট:
দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ টি জেলার মধ্যে লক্ষ্মীপুর অন্যতম একটি জেলা। লক্ষ্মীপুর সদর উপজেলার নাহারকান্দি এলাকায় দুপুর সাড়ে ১২টায় বন্যার্তদের দেখা ও ত্রান সামগ্রী বিতরণ করে লক্ষ্মীপুর জেলা পুলিশ।
সমবার(২৬ আগষ্ট) লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম (বার) পুলিশ সুপার, লক্ষ্মীপুর।
পুলিশ সুপার বলেন,প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব নয়, তবে সময় উপযোগী পদক্ষেপ সঠিক ও সুদুর প্রসারী পরিকল্পনা ও পর্যাপ্ত পরিমান উদ্ধার সামগ্রী, প্রচুর পরিমান প্রশিক্ষিত জনবল হতে পারে ক্ষয়-ক্ষতি কমানোর ও জানমাল রক্ষার উপায়। এই চিন্তা ভাবনা সামনে রেখে কাজ করে যাচ্চেন লক্ষ্মীপুর পুলিশ
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সোহেল রানা, পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) জনাব মোঃ ইয়াসিন ফারুক মজুমদার সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।