ভবানীগঞ্জ ইমাম সাহেবের অনুপস্থিতে মসজিদের ব্যাটারি চুরি

অপরাধ

মোহাম্মদ জাকির শাহ, কমলনগর প্রতিনিধিঃ

ইমাম সাহেবের অনুপস্থিতে মাসজিদের ব্যাটারি চুরি হয়ে যায়,
ঘটনাটি ঘটেছে গত ২৫ শে জানুয়ারি ১৭ নং ভবানীগঞ্জ পশ্চিম চরমনসা ভবানীগঞ্জ কলেজের দক্ষিনে হাই ব্যাপারীর সাকু সংলগ্নে আব্দুল হাই বেপারী জামে মসজিদে

স্থানীয়দের সাথে কথা বলা জানা গেছে, যে গত বৃহস্পতিবার ইমাম সাহেব যখন বাড়িতে চলে যায় তখন তার বার প্রাপ্ত মোয়াজ্জিন মোঃ রুহুল আমিন যিনি ইমাম সাহেবের অনুপস্থিতে নামাজ পড়ান, ওনি এশার নামাজ পড়ানোর পরে বাড়িতে চলে যান,
পরবর্তী সকালে এসে দেখেন মাসজিদের ব্যাটারি নাই ।

উক্ত মসজিদের ইমাম ও খতিব এর সাথে যোগাযোগ করে জানা যায় যে, এই ঘটনাটি এবারই ঘটেছে বিষয়টি তা নয় এর পূর্বে অনেকবার মাসজিদের ব্যাটারি মেশিন দানবাক্স সহ বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়, মাঝে মাঝে ইমাম সাহেবের রুমের তালাও ভেঙ্গে নিয়ে যাওয়া হয় টাকা পয়শা সহ বিভিন্ন মালামাল,

উক্ত মসজিদের ইমাম ও খতীব এটাও বলেছেন যে ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য যে কোন ব্যক্তি ষড়যন্ত্র করতেছে ।
গত এক বছরে প্রায় এক লক্ষ টাকার মত মালামাল চুরি হয়ে যায়,
কে বা কারা এই কাজ করতেছে এখনো পর্যন্ত জানা যায় নায়,,
মানুষ কতটা নিম্নমানের মন মানুষিকতার হলে এমনএকটা জঘন্য কাজ করতে পারে.।এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *