অনলাইন ডেস্ক:
ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার মো. খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ে পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ২৩ মার্চ ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়। আর সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান সম্প্রতি অবসরে যান।
অপর আদেশে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলামকে ঢাকার বিভাগীয় কমিশনার করা হয়েছে। (নতুন ঢাকা)
আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রংপুরের বিভাগীয় কমিশনার করা হয়।