মার্কেন্টাইল ইসলামী লাইফের বিজয়ীদের নিয়ে সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

অর্থনীতি

কাজী নাঈম, ডেস্ক রিপোর্টঃ

মার্কেন্টাইল ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে বিজয়ী কর্মকর্তাদের মাসিক সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

শনিবার (২১ অক্টোবর ২০২৩ কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন কোম্পানির ডিএমডি এন্ড সিএফও জনাব মোহাম্মদ আকতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ ও এএমডি জনাব মোঃ ফাখরুল ইসলাম।

এছাড়া চট্টগ্রাম ডিভিশন ইনচার্জ জনাব মোহাম্মদ মীর হোসেন, খুলনা নর্থ ডিভিশন ইনচার্জ জনাব মোহাম্মদ আলী চৌধুরী উজ্জ্বল, কুমিল্লা ডিভিশন ইনচার্জ জনাব আজাদ হোসেন, রাজশাহী ডিভিশন ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক, ঢাকা ডিভিশন ইনচার্জ জনাব মোহাম্মদ রফিক, ঠাকুরগাঁও ডিভিশন ইনচার্জ জনাব মোঃ আব্দুর রশিদ, রংপুর ডিভিশন ইনচার্জ জনাব আব্দুর রাজ্জাক আকন্দ ও খুলনা সাউথ ডিভিশন ইনচার্জ জনাব বাবু প্রতুল হালদার সভায় বক্তব্য রাখেন।

সারাদেশের বিভিন্ন সার্ভিস সেন্টার ইনচার্জ ও জোনাল ইনচার্জগনের বিজয়ীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রথম সেশনে অবলিখন বিভাগীয় প্রধান জনাব আজিজুল হক, আইটি প্রধান জনাব জিয়া মোহাম্মদ গিয়াসউদ্দিন ও বিভাগীয় প্রধান জনাব মোঃ সালাহউদ্দীন বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন। এসময় প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগীয় প্রধানগন সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *