কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্ট:
মার্কেন্টাইল ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন জনাব মোহাম্মদ আবদুল মতিন।
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব, ডাইনামিক লিডার মোহাম্মদ আবদুল মতিন। আজ ৩১ জানুয়ারি-২০২৪ ইং তিনি যোগদানপূর্বক কার্যক্রম শুরু করেন।
জনাব মোহাম্মদ আবদুল মতিন দীর্ঘ ২৯ বছর যাবৎ লাইফ বীমা খাতে বিভিন্ন কোম্পানিতে সুনামের সাথে কর্মরত ছিলেন। মার্কেন্টাইল ইসলামী লাইফে যোগদানের আগে তিনি সন্ধানী লাইফ, হোমল্যান্ড লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ ও প্রাইম ইসলামী লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা(চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।
তার যোগদান উপলক্ষে আজ কোম্পানির প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জনাব মোহাম্মদ আবদুল মতিন তার এই যোগদানে কোম্পানির পরিচালনা পর্ষদ, সর্বস্তরের কর্মী- কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি কোম্পানিকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দেশবাসির দুআ কামনা করেন।