মার্কেন্টাইল লাইফের ডিএমডি লুৎফুন নাহারের আগমনে কুমিল্লায় মাসিক সভা সম্পূর্ণ

ব্যাংক বীমা

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লা মডেল ডিভিশনে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক লুৎফুন নাহার আলো মেডামের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঙ্গলবার (৭ মে ২০২৪) কোম্পানির এএমডি কুমিল্লা মডেল বিভাগের ইনচার্জ, মোঃ মজিবুর রহমান এর  সভাপতিত্বে কুমিল্লা মডেল বিভাগীয় কার্যালয়ে মাসিক সমন্বয় সভা সম্পূর্ণ হয়েছে।

উক্ত সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ও লক্ষ্মীপুর এরিয়া ইনচার্জ এবং কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট(এসইভিপি) মোঃ আজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কাউছার হোসেন, এসইভিপি এবং ইনচার্জ কুমিল্লা ও ফেনী জেলা, মোঃ মিজানুর রহমান মিলন, এসইভিপি,এবং ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ ৬টি জেলা চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বি-বাড়িয়াএবং লক্ষ্মীপুর জেলার ইভিপি ও এসভিপিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে লুৎফুন নাহার আলো বলেন, আজকে যারা উপস্থিত আছেন আপনার সবাই আমার ভাই,আমার পরিবারের এক একজন সদস্য, আপনারা ভালো ব্যবসা করবে সবসময় এই কামনা করি। তিনি বলেন বীমা জগতের যিনি আমার আইডল তিনি আমাকে বলেন সবসময় কাজ করবে কখনো চেয়ারের চিন্তা করবানা, দেখবে একদিন তুমি কোম্পানির এমডি হতে পারবে, তাই আমিও চাই আপনারা যারা আজ উপস্থিত আছেন সবাই চেয়ারের চিন্তা না করে কাজ করে যান, দেখবেন আপনি অনেক উপরে উঠে যাবেন।

কোম্পানির ডিএমডি লুৎফুন নাহার আলো আরো বলেন, তোরা যে যা বলিশ ভাই আমার সোনার হরিণ চাই, অর্থাৎ যে যায় বলোনা কেন মাস শেষে ব্যবসা লাগবে, তাহলে সবাই আমরা সফল হতে পারবো। এক পর্যায়ে তিনি চাঁদপুর ইনচার্জ জাকির হোসেনকে ভালো ব্যসার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

উক্ত সভায় পাইম লাইফ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স থেকে দুইজন নতুন ভাবে ইভিপি এবং এসভিপি হিসেবে যোগদান করেন, এবং তারেদকে কোম্পানির ডিএমডি ফুল দিয়ে বরণ করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *