কাজী নাঈম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে রামগতি বড়খেরী নৌ পুলিশ।
গতকাল শনিবার (১৫জুন) সকালের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ তে কল পেয়ে রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস আহম্মদ তার সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে রামগতি আলেকজান্ডার বেড়িবাঁধের পাশে মেঘনা নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেন।
মারা যাওয়ার সঠিক কারণ নির্ধারণ না করতে পারায় সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীর পাড়ে অসাবধানতাবশত ১০-১২ দিন আগে কোন এক অজ্ঞাত স্থানে নদীর পানিতে পড়ে মারা যায় মহিলা। আমরা ময়না তদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে রামগতি থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে ।