নিজস্ব প্রতিবেদক
দেশের ইতিহাসে অন্যতম টপ লেভেলের খুনি মেজর জেনারেল জিয়াউল আহসান অবশেষে গ্রেফতার। দুপুরে তাকে বরখাস্ত করে সেনাবাহিনী। সে ছিলো দেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থ্যা DGFI এর হেড। বছরের পর বছর এদেশের মানুষ গুম খুন হয়েছে এর হাত ধরেই। তিনি সরাসরি প্রাইম মিনিস্টারের কমান্ডে চলতেন।
বরখাস্ত হওয়ার পরেই রাতের আঁধারে এমিরেটস এর একটা ফ্ল্যাইটে চুপচাপ টিকেট কেটে পালানোর চেষ্টা করে সে। ইমিগ্রেশন কাস্টমস’সহ যাবতীয় আনুষ্ঠানিক কাজ শেষ করে পার হয়ে যায় অনেককে ম্যানেজ করে চেপে বসে ফ্ল্যাইটে। যথারিতি ফ্ল্যাইট ছেড়ে দেয়। বিমানের গেট ক্লোজ ঘোষণা করে বিমান রানওয়ের দিকে আগাতে শুরু করে। কিছুক্ষণ পরেই উড্ডয়ন করবে।
এরমধ্যেই একদল এসে ইমারজেন্সী কল করে বিমান উড্ডয়নকে আটকে দেয়। পরে বিমানটিকে ফিরিয়ে আনা হয় বোর্ডিং ব্রিজে। গ্রেফতার করা হয় গুম খুনের মাস্টার মাইন্ড মেজর জেনারেল জিয়াউল এহসানকে।