কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ
যেতে নাহি দিবো হায় তবুও সে চলে যায় এই ব্রতকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর সাব-রেজিষ্ট্রার আব্দুল্লাহ আল মামুনের বদলী জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (জুলাই২০২৪) বিকেল ০৪ঃ০০ ঘটিকার সময় জেলা রেজিষ্ট্রার অফিসের ২য় তলায় হল রুম থেকে তাকে বিদায় জানানো হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় এবং সাইফুল ইসলাম (রাজুর) সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা রেজিষ্ট্রার জনাব মোঃ লোকমান হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদায়ী মেহমান সাব-রেজিষ্ট্রার জনাব আব্দুল্লাহ আল মামুন স্যার, সদর সাব-রেজিষ্ট্রী অফিসের স্থায়ী কর্মচারী সহকারী জনাব মোঃ শাহ আজিজুর রহমান রাসেল, মোহরার জনাব মোঃ কামরুল ইসলাম,শাহিদুন ন্নেছা,টি,সি মোহরার রুনু প্রভা পাল,রামগতি সাব-রেজিষ্ট্রার সহকারী পাইমা আক্তার,সদর রেকর্ড কিপার এবং সহকারী রেকর্ড কিপার, নকল- নবিশ নেতৃস্থানীয় এবং সকল নকল-নবীশ বৃন্দ বিদায়ী স্যারকে ফুলেল শুভেচ্ছা, ক্রেষ্ট, এবং গিফট প্রদান করেন সদর স্থায়ী কর্মচারী, নকল- নবীশ বৃন্দ এবং শাওন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, সাব-রেজিষ্ট্রার সহকারী শাহ আজিজুর রহমান (রাসেল) মোহরার জনাব মোঃ কামরুল ইসলাম, রামগতি সাব-রোজিষ্ট্রার সহকারী পাইমা আক্তার নকল- নবীশ সভাপতি আরিপ হোসেন (মানিক) সাবেক সভাপতি সাইফুল ইসলাম (রাজু), সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, নকল-নবীশ জেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম। বক্তাগন বলেন, স্যার দীর্ঘ দুই বছর যাবৎ আমাদের মাঝে ছিলেন, আমাদেরকে আপন করে নিয়েছেন, শাষণ করেছেন আবার আদরও করেছেন, কেউবা আবার কান্নায় ভেঙ্গে পড়েছেন। স্যারের সু- স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা ও পরিবার বর্গের প্রতি দোায়া রেখে বক্তাগন বক্তব্য শেষ করেন ।
আরো বক্তব্য রাখেন বিদায়ী মেহমান সদর সাব-রেজিষ্ট্রার জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন। সভাপতি জেলা রেজিষ্ট্রার জনাব মোঃ লোকমান হোসেন স্যার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন ।