নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকলের প্রতি সহমর্মিতা এবং আইনশৃঙ্খলা, শান্তি, আনুগত্য বজায় রাখতে বিশেষ অনুরোধ জানান।
মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, সদর থানা পুলিশের সকল সদস্য ঈদের দিনে সদরের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বক্ষণিক নিয়োজিত থাকবে। নিয়মিত টহল সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ ময়দান এবং দর্শনীয় স্থান গুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।
তিনি সদরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় ধর্মীয় অনুভূতি এবং ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।
(ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন আরো বলেন,ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক আমাদের সারাটি জীবন। সকলের নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। ঈদের দিন সবাই পরিবারকে সময় দিন, সকল দুঃখ, কষ্ট হিংসা, ব্যথা, বেদনা ভুলে গিয়ে ঈদের দিনে আপনারা বা আপনি প্রিয়জনদেরকে নতুন কিছু উপহার দিন।
তিনি সকল জাতীয় দিবসে ও দুইটি ঈদে দেশবাসী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দেশে-বিদেশে থেকেও প্রিয় ভাই বন্ধুসহ সবার সাথে যোগাযোগ রাখেন, শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। “”ঈদ মোবারক””