লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন-(নতুন ঢাকা)

জাতীয়

শাহানা ইয়াছমিন, ডেস্ক রিপোর্ট

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সদর মো: মকবুল হোসেন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুষ্পাঘ্য অর্পণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এবং পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এর পর পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, কারারক্ষী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, রোভার স্কাউটসসহ বিভিন্ন বিভাগ ও সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণসহ লক্ষ্মীপুরের সামাজিক, সাংস্কৃতিক ও জনহিতকর সংগঠনের পক্ষ থেকে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *