নিজস্ব সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ও চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে লরেন্স গ্রামের হাজী মোখলেছুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বকুলের রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য আব্দুজ্জাহের সাজু।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু, চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া, আওয়ামী লীগ নেতা মুসা কালিম উল্যাহ লিটন, বেলায়েত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান ও সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা মো. সোহেল প্রমুখ।