লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সারাবাংলা

নিজস্ব প্রতিবেদক :

“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এ-ই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কমলনগর উপজেলায় আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. ওমর ফারুক সাগর, রোখসানা আক্তার রুক্সি, সিনিয়র উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ।

উপজেলা পর্যায়ে সফল তিনজন মৎস্যচাষীকে পুরষ্কার দেওয়া হয়েছে। সফল মৎস্য চাষীরা হলেন, মহি উদ্দিন মাহমুদ, গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *