লক্ষ্মীপুরে অসহায় পরিবারের ঘরে পৌঁছে গেছে চেয়ারম্যান নজরুলের উপহার মার্চ ২৮, ২০২৩-(নতুন ঢাকা)

জাতীয়

কাজী নাঈম উদ্দিন ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরে অসহায় আড়াই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন ১নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। লক্ষ্মীপুরের সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন ও এর আশে পাশে কয়েকটি ইউনিয়নের মানুষের জন্য তার এমন উদ্যোগ ছিল। গতানুগতিক লোক দেখা কর্মসূচি না করে চেয়ারম্যান নজরুল ইসলাম তার লোক দিয়ে বাড়ি বাড়ি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এতে প্রশংসা কুড়াচ্ছেন এ চেয়ারম্যান নজরুল ইসলাম।

জানা যায়, নজরুল ইসলাম চেয়ারম্যান হওয়ার আগেও তার পরিবার এলাকায় দানবীর হিসেবে পরিচিত ছিলো। জনপ্রতিনিধি হওয়ার পর থেকে তাদের সাহায্য সহযোগিতা আরো বেড়েছে। এলাকার খেটে খাওয়া ও অসহায় পরিবারকে নিয়োমিত সহযোগিতা করে যাচ্ছে। তার অংশ হিসেবে এ রমজানে আড়াই হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দেন। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানা যায়।

চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি ছাড়াও আমরা এলাকার মানুষের পাশে ছিলাম। এখন তো দায়িত্ব আরো বেড়েছে। তাই এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *