লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের নিহত ১১  

অপরাধ

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১১জন নিহত হয়েছে। এরমধ্যে ৪জন আন্দোলনকারী ও ৭জন আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। রোববার (৪ আগস্ট) রাত ১১টা পর্যন্ত এই ১১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শতাধিকেরও বেশি আহত হয়েছে।

এদিকে আন্দোলনকারীরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও তার বাবা সাবেক পৌর মেয়র প্রয়াত আবু তাহেরের বাসভবনে আগুন দিয়েছে আন্দোলনকারী জনসাধারন। বাসার ছাদে অনেকেই আটকা রয়েছে বলে জানা গেছে। বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ার কারনে আগুন নিবাতে পারেনি। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নেভাতে গণনাস্থল আসে। তবে আন্দোলনকারীরা আগুন নেভাতে বাধা দেওয়ায় সেনাবাহিনী গণনাস্থল থেকে চলে যায়।

এ ছাড়াও জানা গেছে, নিহতদের মধ্যে ৪জনের মরদেহ শহরের তমিজ মার্কেট এলাকায় উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর বাসার সামনে পড়ে ছিল কয়েকঘণ্টা। রাত সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মরদেহ গুলো উদ্ধার করে যায়। নিহতের মধ্যে ৪জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে ১জন সদর উপজেলার টুমচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও টুমচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) হারুনুর রশিদ, অন্যজন উপজেলা পরিষদের চেয়ারম্যান টিপুর গাড়িচালক রাসেল। বাকী ৩জনের নামপরিচয় জানা যায়নি।

পক্ষান্তরে, আন্দোলনকারীরা মেয়রের বাসার ৩য় তলা থেকে বাহিরের জানালা ভেঙে ৩জন মহিলা ও ১জন শিশুকে জীবিত উদ্ধার করে। 

আন্দোলনকারীদের অভিযোগ, দুপুর থেকে বিকেল পর্যন্ত বাসভবনের ছাদের ওপর থেকে চেয়ারম্যান টিপু ও তার লোকজন আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে। এতে কয়েকজন মারা গেছে। শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে। 

অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩জনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা মারা গেছে বলে জানা গেছে। এ ছাড়া আফনান পাটওয়ারী নামে আহত এক শিক্ষার্থীকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *