লক্ষ্মীপুরে জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় মিশন ও ইফতার মাহফিল-(নতুন ঢাকা)

বাংলাদেশ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহসুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ (উরস শরীফে খাছ) ২০২৩ উপলক্ষ্যে কেন্দ্রীয় মিশন সভা ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়।

এই মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ (উরস শরীফ খাছ) ২০২৩ উপলক্ষে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে লক্ষ্মীপুরে জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক ফ্রন্টের আয়োজনে শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩ টায়  সভা অনুষ্ঠিত হয়। সভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর সদরের শাখারীপাড়া।

মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি সেচ্ছাসেবকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দিদারুল ইসলাম রবিন। প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সহ সভাপতি নোয়াখালী বিভাগের শামছুল আলম করিম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতী স্থায়াী কমিটির সদস্য ও সাধারন সম্পাদক নোয়াখালী বিভাগের হোসেন হায়দার সেলিম।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের লক্ষ্মীপুর জেলার সভাপতি আব্দুর রহিম।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সভাপতি শারিয়ার হোসেন শারু ও জাকের পার্টির ছাত্রফন্টের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন  প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়, মিলাদ শরীফ পর মোনাজাতের মাধ্যমে সওয়ার রেছানী করা হয় ও সকলের মাঝে তবারক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *