কাজী নাঈম উদ্দিন,
ষষ্ঠতম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে টানা তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন এ.কে.এম সালাহ উদ্দিন টিপু। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: ইউসুফ পাটোয়ারী ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন লিকা।
বুধবার (২৯ মে) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উন্নয়ন ও মানবসম্পদ) ও রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে জানা গেছে, চেয়ারম্যান পদে এ.কে.এম সালাহ উদ্দিন টিপু ৬৯ হাজার ৭শত ৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মুহাম্মদ রহমত উল্লাহ বিপ্লব পেয়েছেন ৬ হাজার ৩শত ৯৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ পাটোয়ারী ৩৩ হাজার ৬শত ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর ৩১ হাজার ১৫৬ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী হয়েছেন মো. হাফিজ উল্লাহ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ৭শত ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন লিকা। এবং ২৮ হাজার ৭শত ১৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন কাজী খালেদা আক্তার।
উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।