লক্ষ্মীপুরে পূর্বশক্রতার জেরে মিথ্যা মামলায় ৪ আসামী খালাস

অপরাধ

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্ট:

কবরস্থানের বাউন্ডারী ওয়াল ভাঙ্গা, হামলা ও হুমকির মিথ্যা মামলার দায় হইতে ২১ এপ্রিল ২০২৪ ৪আসামীকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত। আসামীগন হলেন ঢাকা জজকোর্টের আইনজীবী ওমর ফারুক ভূঁইয়া,  স্থানীয় ইউপি মেম্বার আলমগীর ভূঁইয়া, বাবুল ও মহিম। মামলার বাদীনি রাশিদা বেগম।

লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিদ্দিক ভূঁইয়া বাড়ীর সম্মুখের সরু রাস্তা সম্প্রতি সরকারীভাবে প্রশস্ত ও পাকা করা হয়। রাস্তা প্রশস্ত করার সময় কারো গাছ, কারো কৃষি, কারো কবরের বাউন্ডারি ভাঙ্গতে হয়েছে। এর পর বাদীনি পূর্ব শক্রুতার কারনে সরকারী কাজের দায় চাপিয়ে সম্পন্ন মানহানীর উদ্দেশ্যে মিথ্যা মামলাটি দায়ের করলে আসামীরা ইতিপূর্বে জামিন নেয়। রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত লক্ষ্মীপুরে,  উভয় পক্ষের বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়।

আসামী পক্ষে শুনানীতে অংশ নেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী নিজাম উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর বারের সহসাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন মিন্টু, এডভোকেট আমির হোসেন, এডভোকেট ইকরাম পারভেজ, এডভোকেট আরাফাত সুমন, এডভোকেট রফিকউল্লাহসহ বিপুল সংখ্যক আইনজীবী।

অপরদিকে বাদী পক্ষে শুনানি করেন এডভোকেট এমরান হোসেন পরান। শুনানী শেষে দাখিলি কাগজপত্র পর্যালোচনায়  বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলার দায় হতে সকল আসামীকে অব্যাহতি প্রদান করেন।

আসামী পক্ষের আইনজীবী, এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনার তারিখ ও সময়ে ১নং আসামী এডভোকেট ওমর ফারুক ভূঁইয়া ঢাকায় অবস্থান করেছেন, সেই মর্মে  উবার রাইডের এপস ডকুমেন্টস, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যাবহারের ডকুমেন্টস, ডাক্তার দেখানোর কাগজপত্রসহ বেশ কয়েকটি দালিলিক প্রমাণ বিজ্ঞ আদালতে উপস্থাপন করায় বিজ্ঞ আদালত শতভাগ নিশ্চিত হয়েছেন যে ঘটনার সময় আসামী ঢাকায় ছিলেন, তাছাড়া কবরের বাউন্ডারী ওয়াল রাস্তা প্রশস্ততার জন্য করা হয়েছে, এখানে স্থানীয় মেম্বার বা অন্যান্যদের কোন দায় নেই, বিধায় আসামীদেরকে এই মিথ্যা ও হয়রানীমূলক মামলার দায় হইতে বিজ্ঞ আদালত অব্যাহতি দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে বাদীনির ভাইয়ের সাথে দুবাইতে আসামীর আত্মীয়দের সাথে ঝামেলা হয়েছিলো, পরবর্তীতে বাদীনি কোন কারন ছাড়াই পূর্বশক্রুতা হেতু মানহানি ও হয়রানির জন্য এই বানোয়াট মামলাটি দায়ের করে। মিসকেইস ২৪/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *