নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাধা থমকে আছে প্রবাসীর বসতঘর নির্মাণ কাজ। বাড়ির ছাদ ডালাই ৫০ ভাগ সম্পূর্ণ হলেও বাকি কাজ করতে পারছেন না। এতে করে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হবে বলে জানান ভুক্তভোগী প্রবাসী মো. তানভির হোসেন।
ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের চর লামচি গ্রামের মুনসুর আলী রাজ বাড়িতে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চর লামচি গ্রামের আলি হায়দারের ছেলে মো. তানভির হোসেন তার পৈত্রিক পুরাতন বসত বাড়িতে প্রায় আড়াই বছর আগে একটি পাকা বসতঘর নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু আর্থিক সংকটের কারণে পুরো কাজ শেষ করতে পারেননি তিনি। তাই মঙ্গলবার (১৬ মে) তানভির ঐ বসতঘরের ছাদ ডালাই শুরু করেন। ছাদের ৫০ ভাগ ডালাই শেষ হলে দুপুরে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ আদালতের একটি নোটিশ নিয়ে কাজ বন্ধ রাখতে বলেন।
এতে করে কাজ বন্ধ থাকলেও ঐ জমি নিয়ে কি সমস্যা তা জানেন না ভুক্তভোগী তানভীর। তানভীর হোসেন বলেন, সদর থানা থেকে পুলিশ এসে আমাকে একটি নোটিশ দিয়ে বলেন কাজ বন্ধ রাখতে। আদালত নাকি এ কাজের উপর ১৪৪ ধারা জারি করেছে। তাই আমার ছাদ ডালাই ৫০ ভাগ হলেও বাকি কাজ করতে পারছি না। এতে ছাদ ডেমেজ সহ নির্মাণ সামগ্রীয় নষ্ট হয়ে যাচ্ছে। আমি বড় ধরনের ক্ষতি সম্মুখীন। আদালতে ঐ জমি নিয়ে অভিযোগ দায়েরকারী জাহেদা বলেন, তারা কোথায় কাজ করছে তা আমাদের জানা নেই। তবে তানভীরের বাবা আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে, তাই আমরাও তাদের বিরুদ্ধে মামলা করেছি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছলেহ উদ্দিন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ বন্ধ রাখতে বলেছি। আদালত যদি আবার কাজ করতে নির্দেশনা দেয় তখন তারা আবার কাজ করতে পারবে।