কাজী নাঈম উদ্দিন,ডেস্ক রিপোর্ট:
নির্বাচনে হেরে গিয়ে কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ’র বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহাসান উল্লাহ হিরন সামাজিক যোগাযোগ ফেসবুকে অপপ্রচার চালিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরন তার ফেসবুকে দুইটি ছবি পোস্ট করলে সেই ছবি দুইটি ভাইরাল হয়।
সেই পোস্টে লেখা ছিল-‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর ১ম দিন অফিসে বসেই বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেললেন এ দৃষ্টতার শক্তি উৎস কি আমরা জানতে চাই! মাননীয় জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি’ কমলনগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস জানিয়েছেন, চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ মহোদয় কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দুইটি সাঁটানো রয়েছে। একটি চক্র ছবিগুলোকে বিতর্কিত করে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে। ইচ্ছে করলে চেয়ারম্যান আইনগত ব্যবস্থা নিতে পারেন যারা এ অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে।
নাম-প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, আহাসান উল্লাহ হিরন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চরলঞ্চে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম’ ধাপে (আনারস) প্রতীক নিয়ে কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। নির্বাচনে হেরে গিয়ে তিনি (হিরন) এখন খালেদ সাইফুল্লাহ (হুজুরের) পিছনে উঠেপড়ে লেগেছেন। চেয়ারম্যান সাইফুল্লাহ তাঁর কার্যালয়ের বসা একটি ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে।
জানতে চাইলে অভিযুক্ত আহাসান উল্লাহ হিরন মুঠোফোনে বলেন, আমি ফেসবুক থেকে এ ছবি সংগ্রহ করে পোস্ট করছি। এখানে দোষের কি হয়েছে? এ বলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে তিনি বলেন আমি সেই পোস্ট ডিলেট করে দিলাম।