নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে দই টক হওয়ায় বর ও কনেপক্ষের হামলায় পার্টি সেন্টারের কর্মীসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর পুলিশ।
বুধবার ১৭ই মে, সন্ধ্যায় কুটুমবাড়ি পার্টি সেন্টারের মালিক রাকিবুজ্জামান রাকিব বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন। এর আগে দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন- কনের বাবা খোকন ও খালাতো ভাই রুবেল হোসেন। বাকি আসামিদের পরিচয় এখন পর্যন্ত জানায়নি পুলিশ।
আহতরা হলেন মামলার বাদী রাকিব, রেস্টুরেন্টের ম্যানেজার শাহাদাত হোসেন, বাবুর্চি রাসেল, পরান ও মাজেদসহ পার্টি সেন্টারের ২০ জন স্টাফ-কর্মী।
পুলিশের পক্ষ থেকে জানিয়েছে, পৌর শহরের শাহপুরের বৃষ্টির সঙ্গে সদর উপজেলার দালাবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা আল-আমিনের বিয়ে হয়। সে উপলক্ষে পার্টি সেন্টারটিতে মধ্যাহ্নভোজনসহ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বের খাওয়াতে একটি দই টক হয়েছে বলে কনেপক্ষ অভিযোগ করেন। এ নিয়ে কনেপক্ষ তর্কাতর্কি শুরু করেন। এতে প্রতিষ্ঠানটির মালিক রাকিব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের সঙ্গে বরপক্ষও উত্তেজিত হয়ে উঠে। উভয়পক্ষ পার্টি সেন্টারের কর্মীদের ওপর হামলা করে। এতে পার্টি সেন্টারের অন্তত ২০ জন কর্মী আহত হন।
রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘একটি মাত্র দই টক হওয়ায় বর ও কনেপক্ষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে হামলা করেছে। এতে আমি এবং আমার কর্মীরা আহত হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে আমি থানায় মামলা করেছি।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।