লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ 

প্রশাসনিক

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরের রায়পুরে একটি মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে (২ জুলাই ২০২৪)লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ এর তত্ত্বাবধানে জনাব আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেলের নির্দেশনায়  রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালি এই চক্রকে আটক করা হয়। বুধবার দুপুরে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুুধবার দুপুরে (৩ জুলাই) এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এ সকল তথ্য নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি ইয়াছিন ফারুক মজুমদার।

তথ্য সুত্রে জানা যায়, গত বছর ২০২৩ সালের ডিসেম্বরে মাসে একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তকালে চক্রটির সন্ধান পায় পুলিশ। চোর চক্রের মূল হোতা মোঃ সোহেলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

মামলার অপর আসামীরা হলেন, মোঃ সোহেল (৩০), আনোয়ার হোসেন৷ (৩৫), মোঃ জুয়েল (২৪) ও মোঃ শামসুল হক (৩৫), শামীম (২২)।

রায়পুর পুলিশ জানায়, মঙ্গলবার রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথম ৩ আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার হয় আরো ২জনকে। গ্রেফতার হওয়া ৫ জনকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর চক্রের আরো সদস্যদের নাম উঠে আসছে বলে জানিয়েছেন রায়পুর পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ২০২৩ সালের একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাই। পরে গ্রেফতারকালে তাদের কাছ থেকে পালসার ব্রান্ডের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। চুরির মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে। জড়িত বাকিদের আটকের চেস্টা চালিয়ে যাচ্ছে রায়পুর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *