লক্ষ্মীপুরে রাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজ” উত্তর তেমুহনী শাখার শুভ উদ্ভোধন(নতুন ঢাকা)

জাতীয়

অনলাইন ডেস্কঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে “রাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজ” উত্তর তেমুহনী শাখার শুভ উদ্ভোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১ ঘটিকার সময় লক্ষ্মীপুর -০২ আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ উত্তর তেমুহনী শাখার শুভ উদ্ভোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু এবং লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

উদ্ভোধনী অনুষ্ঠানে বণিক সমিতির নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

কয়েকজন তরুণ উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৮ বছর আগে লক্ষ্মীপুর শহরের কলেজ রোডে রাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজের যাত্রা শুরু হয়। লাভ নয় সেবা এই মুলমন্ত্রে রাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ যাত্রা শুরু করে গ্রাহক/ ভোক্তা পর্যায়ে উন্নত সেবা প্রদানের মাধ্যমে রাজমহল রেস্টুরেন্ট লাখো মানুষের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। যার কারণে গ্রাহক চাহিদার প্রেক্ষিতে কর্তৃপক্ষ উত্তর তেমুহনীতে হোটেলটির ২য় শাখা চালু করেছেন।

লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী (সাবেক সামিয়া হোটেল) এলাকায় রাজমহল হোটেলের দ্বিতীয় শাখা উদ্ভোধনের পর থেকেই গ্রাহকদের ব্যাপক ভীড় পরিলক্ষিত হয়েছে।

সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন সাজে আধুনিক ও মানসম্মত রুচিশীল-সুস্বাদু খাবারের নিত্য নতুন আইটেম এবং উন্নত সেবার প্রতিশ্রতি দিয়ে যাত্রা শুরু করায় রাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজের প্রথম শাখার মত উত্তর তেমুহনী শাখাও ব্যবসা সফল হবে মর্মে স্থানীয়রা মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *