লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন ও অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সেমিনার-(নতুন ঢাকা)

বাংলাদেশ

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার ইউপি চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলরদের অংশগ্রহণে উগ্রবাগ প্রতিরোধে করণীয় সম্পর্কে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ (রবিবার) লক্ষ্মীপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় পুলিশ লাইন্সে শহীদ গিয়াস উদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, (কাউন্টার টেরোরিসম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) সাইদ নাসিরুল্লাহ পিপিএম, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলরবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *