লক্ষ্মীপুরে ২১আগস্টের জামায়াত ইসলামীর বিক্ষোভ কর্মসূচি স্থগিত

বাংলাদেশ

কাজী নাঈম উদ্দিন, 

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন নূরনবীর উপস্থাপনায়, লক্ষ্মীপুর প্রেসক্লাবে (২১আগস্ট) এর বিক্ষোভ সমাবেশ স্থগিত সংক্রান্ত বিষয়ে জামায়াতের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন নূরনবী মূল বক্তব্য উপস্থাপন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ ও অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব মমিন উল্যাহ্ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ সাংবাদিকবৃন্দ।

এসময় জেলা আমিরের পক্ষে জেলা সেক্রেটারি বক্তব্য উপস্থাপন করে তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার ডাকে আওয়ামী সন্ত্রাস, গণহত্যার প্রতিবাদে (২১ আগস্ট) শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল। কিন্তু চলমান বৃষ্টি, জলাবদ্ধতা ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জেলা জামায়াতের জরুরি এক বৈঠকে সম্মানিত জেলা আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া উক্ত তারিখের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। সাথে সাথে বন্যা এবং জলাবদ্ধতায় নিমজ্জিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *