নতুন ঢাকা, ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্মীপুর জেলার উপশহর দালাল বাজার, এই খানে দৃষ্টিনন্দিত আকর্ষণীয় ও দর্শনীয় কিছু স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করায় ইতি মধ্যেই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্যোগে দালাল জমিদার বাড়ি, খোয়াসাগর পাড় ও জরাজীর্ণ পুলিশ ক্যাম্প সংস্কার করায় উপশহর বাসি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
আপনি পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয় লক্ষ্মীপুরে যোগদানের পরথেকেই আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে।
উপশহরের পুলিশ ক্যাম্প দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় আপনার পূর্ববর্তী পুলিশ সুপার মোঃ কামরুজামান মহোদয়ের অনুপ্রেরণায় ও তৎকালীন লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোঃ আজিজুর রহমান মিঞার নির্দেশনায় ক্যাম্পের ইনচার্জ পুলেন বড়ুয়া ও উপসহকারী পুলিশ পরিদর্শক মোঃ ইলিয়াসের সহযোগিতায় আজ পুলিশ ক্যাম্পটি পুনঃ সংস্কার কাজ সম্পন্ন।
বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে বাংলাদেশ সংযুক্ত হওয়ায় যেমন জনগণ উপকৃত হয়েছে, তেমনি ভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছে। অপরাধীরা মোবাইল ফোনের মাধ্যমে অপরাধ সংগঠিত করার পূর্বে ক্লিয়ারেন্স নিচ্ছে। তেমনি ক্ষতিগ্রস্তরাও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দ্রুততার সাথে অপরাধ সংগঠিত হওয়ার খবর পৌঁছে দিচ্ছে। কিন্তু দালাল বাজার পুলিশ কেম্পের নিজস্ব কোন যানবাহন বা ভ্যানগাড়ি না থাকায় অপরাধ সংগঠিত হওয়ার অনেক পরে পুলিশ কে ঘটনাস্থলে পৌঁছাতে দেখা যাচ্ছে, এরই মধ্যে অপরাধীগণ আত্মগোপন করতে সক্ষম হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্তরা বিরুপ মনোভাব প্রকাশ করে বলেও জানা যায়।
তাই এলাকাবাসীর দাবী অতি দ্রুততার সাথে উপশহর দালাল বাজার পুলিশ ক্যাম্পে একটি পুলিশ ভ্যানগাড়ি বরাদ্দ করলে ঘটে যাওয়া স্থানে পুলিশ খবর পাওয়ার সাথে সাথে পৌঁছাত এবং এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা আরো উন্নতি ঘটতো বলে সূধী জনদের অভিমত।