লক্ষ্মীপুর ছাত্র হত্যা মামলার আসামি কবির পাটোয়ারী ঢাকা বসুন্ধরা এলাকায় আটক

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লক্ষ্মীপুর ছাত্র হত্যা মামলার আসামী হুমায়ুন কবির পাটোয়ারী ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছাত্র জনতার আটক করেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সারাদেশে। আটককৃত আওয়ামীলীগ নেতা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নিকটতম আত্মীয় বলে জানা যায়।

৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত শহীদ আফনান ও শহীদ সাব্বির হত্যা মামলা ও পুলিশের করা একটি মামলার এজহার ভুক্ত আসামী হুমায়ুন কবির পাটোয়ার।

প্রসঙ্গতঃ  ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে লক্ষ্মীপুরে ৪টি আসনের এমপিদের কোথাও খোঁজে পাওয়া যাচ্চেনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ নেতা কবির পাটোয়ারীকে ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকাতে উনার ব্যাক্তিগত গাড়ি অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করে ছাত্র জনতা, পরে তার হাত বেঁধে ফেলে,এবং সেনাবাহীনির কাছে সোর্পদ করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *