কাজী নাঈম উদ্দিন নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা। দলীয় সরকার যাতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরপেক্ষ এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে।
একইসাথে তারা পুলিশ হত্যা ও ছাত্র আন্দোলন দমাতে বিক্ষোভের মুখে পুলিশ সদস্যদের ঠেলে দেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চেয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে তারা এ বিক্ষোভ করেন। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
পুলিশের এসব সদস্যদের দাবিগুলো হচ্ছে- ছাত্র আন্দোলনকে কেন্দ্র পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পিএসসির এবং কনস্টেবল পুলিশ হেডকোয়ার্টারের অধীন নিয়োগ দেওয়া, পুলিশের কর্ম ৮ ঘণ্টা নির্ধারণ, স্বাধীন পুলিশ কমিশন গঠন।
বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অভিযোগ, সারাদেশে পুলিশ হতাহতের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দায় রয়েছে বলে তারা মনে করেন।
এ জন্য তারা ‘দায়িত্বহীন’ পুলিশ কর্মকর্তাদেরও বিচার চান। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন যে ১১ দফা দিয়ে কর্মবিরতি শুরু করেছে, তা বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা।
অন্য দিকে দুপুর দেড়টা পর্যন্ত লক্ষ্মীপুরের ৬ টি থানাসহ কোন কর্মস্থলে দেখা যায়নি পুলিশ সদস্যদের।
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের মুঠোফোন কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।