লক্ষ্মীপুর জেলায় ৮১ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান

শিক্ষা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ৮১ জন কোরআনে হাপেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ইসলামি বয়ান অনুষ্ঠানে কোরআন হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ করেন।

মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ এস এম বিপ্লব। এতে প্রধান অতিথি ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন হাফেজদের পাগড়ি পরিয়ে দেন।

মাদরাসার বার্ষিক ইসলামী বয়ানের বিশেষ অতিথি ছিলেন ঢাকার জুরাইন জামেয়া ফজলুল উলুম মাদরাসার শায়খুল হাদীস মুফতি ওমর ফারুক সন্দিপী, পটিয়া মাদ্রাসার মুফতি বোরহান উদ্দিন, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মান্দারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, মুহিউস সুন্নাহ জালালিয়া জামে মসজিদের খতিব মুফতি আবদুল আজিজ।

এছাড়া ও উপস্থিত ছিলেন মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার মুহতামীম মোহাম্মদ আমির হোসাইনসহ গণ্যমান্য ব্যাক্তি।

কোরআনে হাফেজরা লক্ষ্মীপুর জেলার ছাড়া ও নোয়াখালী ও চাঁদপুর জেলার বাসিন্দা। তারা মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসা থেকে হাফেজ হোন।

এছাড়া ও কোরআনে হাফেজদের কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

আমন্ত্রিত মেহমানরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *