নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে এক্সিম ব্যাংকের ১শত ৫১তম শাখার উদ্বোধন করা হয়।
গতকাল শনিবার (২ ডিসেম্বর) লক্ষ্মীর জেলার চন্দ্রগঞ্জ শাখা অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেননব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনান পরিচালক শাহ্ মো. আব্দুল বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।