নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান কে বরণ ও জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ কে বিদায়ী সংবর্ধনা ২০ জুলাই (বৃহস্পতিবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
সমিতির জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অজ্ঞন দাস, সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবাল, সরকারী কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ৪র্থ শ্রেণী কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মহসিন কবির ভূঁইয়া,নুর আলম চৌধুরী, আবু তাহের, জহির উদ্দিন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি আবদুস সহিদ, ইউপি সচিব মিজানুর রহমান প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, লক্ষ্মীপুর জেলা কে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করতে চাই। আপনারা অতীতে জেলা প্রশাসকদের সহযোগীতা করেছেন আশা করি আমাকে সহযোগীতা করবেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য দৃঢ আশাবাদী আসুন সকলে এক যোগে কাজ করি।
এসময় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভ‚মি ও কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি ও ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।