লক্ষ্মীপুর রামগতি মেঘনা নদীতে ভেসে আসা অজ্ঞাত যু্বকের লাশ উদ্ধার

অপরাধ

 কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আলেকজান্ডার আসল পড়া  সংলগ্ন মেঘনা নদীর দক্ষিণ তীরে ভেসে আসা একজন অজ্ঞাত নামা পুরুষের(৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ১৫ দিন আগে ওই ব্যক্তি মারা যায়। তার শরীরে পচন ধরেছে, ফলে তার আঙ্গুলের ছাপ নেওয়া যায়নি।

শনিবার (৩১ আগস্ট) দুপুরের পর রামগতির বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মেদ বলেন, স্থানীয়রা যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সেটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়। লাশের বয়স অনুঃ ৩৫ বছর, মুখমন্ডল গোলাকার,উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের  রং শ্যামলা, পড়নে একটি সেন্ডো গেঞ্জি ছিল,সমস্ত শরীরের চামড়া ছিলা তবে কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায় নাই।

ফেরদৌস আহম্মেদ আরও বলেন, ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যুর হয়েছে। এরপর লাশ নদীর স্রোতে ভেসে এসেছে। তার চেনার উপায় নেই। আঙ্গুলের ছাপও নেওয়া সম্ভব হয়নি। শরীরে একটি সেন্ডো গেঞ্জি ছাড়া কোনো কাপড় ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *