কাজী নাঈম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের সদর উপজেলার ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়নে, ইউনিয়নব্যাপী ‘দেশরত্ন শেখ হাসিনার সৌজন্যে ঈদ উপহার বিতরণ’ শুরু হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সভাপতি পদপ্রার্থী), ইউপি সদস্য (চেয়ারম্যান পদপ্রার্থী) মিজানুর রহমান মিলুর উদ্যোগে ২দিন ব্যাপী এই উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রায় ১ হাজার ৬ শত দরিদ্র মানুষের হাতে পৌঁছে ঈদ বস্ত্র,শাড়ি, লুঙ্গী,পাঞ্জাবী, থ্রি পিস।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৩টা কাসিদ বাড়ি সংলগ্ন নিজের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিলু।
উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝেও ঈদ উপহার বিতরণ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান মিলু।
এসময় উপস্থিত ছিলেন ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামী, যুব ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিজানুর রহমান মিলু জানান, “কর্তৃত্ব নয় দেখাবো কৃতিত্ব, নেতৃত্ব নয় গড়বো বন্ধুত্ব। ” সম্মান হৃদয়ের গভীরে থাকে। যারা মানুষকে সম্মান দিতে জানেন, তারা সম্মান পান। রোজা ও ঈদ সামনে রেখে দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার এ ক্ষুদ্র উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষকে ভালো রাখতে সব সময় কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তার নির্দেশে ইউনিয়নের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিগত দিনের মতো এবারো ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে দাঁড়াতে পেরেছি।
জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিংসা বিদ্বেষ ও হানাহানি বন্ধ করে ভালোবাসার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে মিজানুর রহমান মিলু।
এই দিকে স্থানীয় লোকজনেরা গণমাধ্যম কে লক্ষ্য করে বলেন, লক্ষ্য ও উদ্দেশ্যে সমাজের মানুষের মাঝে ভালোবাসার প্রচার ও প্রসার ঘটানো। হিংসা বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা, মানুষের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দেয়া। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন মিজানুর রহমান মিলু।
প্রতিবছর রমজান মাসজুড়ে দরিদ্রের জন্যে ইফতারের ব্যবস্থা করা, মৌসুমি ফল বিতরণ, ঈদ খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া। দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কুরবানির মাংস বিতরণ করা।
মিজানুর রহমান মিলু আবারও গণমাধ্যম কে জানান, তবে রাজনীতিতে আসলে নিজের জন্য নয়, বরং জনগণের জন্যই কাজ করবেন বলে জানালেন মিজানুর রহমান মিলু।