লক্ষ্মীপুর সদর উপজেলা নতুন ইউএনও’র যোগদান

জাতীয়

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরিফুর রহমান। রোববার (২ জুলাই) সদর উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে, জেলা প্রশাসক (ডিসি) মো: আনোয়ার হোছাইন আকন্দের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি। আরিফুর রহমান ৩৪তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা কুমিল্লা। লক্ষ্মীপুরে যোগদানের আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের একান্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।

নবাগত ইউএনও আরিফুর রহমান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

নবাগত ইউএনও আরিফুর রহমান যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ সদস্য, এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, এবং ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, হুমায়ুন কবির পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *